দিন যত যাচ্ছে, iPhone 14 Lineup এর লঞ্চের সময় তত এগিয়ে আসছে, সেই সাথে নিত্যনতুন সব তথ্য, ডিজাইনের রেন্ডার, স্পেকস , প্রাইসিং সম্পর্কে বিভিন্ন তথ্য বিভিন্ন সময় লিক হয়ে আসছে। আজকের আর্টিকেলে আইফোন ১৪ এর ডিজাইন ও ক্যামেরায় কী ধরনের বৈচিত্র্যতা থাকবে সেটা উল্লেখ করা হবে।
ডিজাইন এ ট্র্যাডিশনাল “নচ” স্টাইলের ইতি?
iPhone 14 Design সংক্রান্ত যতগুলো তথ্য বের হয়েছে এখন পর্যন্ত, তার মধ্যে সবথেকে বেশি আলোচিত হয়েছে যে ব্যাপারটি সেটি হচ্ছে নচ। এবারের লাইনআপে থাকছে না বড় সাইজের নচ বরং এবার অ্যাপল প্রথমবারের মত অপেক্ষাকৃত জনপ্রিয় Punch Hole ডিজাইনে যাচ্ছে।
তবে এখানে রয়েছে কিছুটা ভিন্নতা, অন্যান্য এন্ড্রয়েড ফোনের মত সিঙ্গেল নচ নয় বরং iPhone 14 এর ডিসপ্লেতে মিলবে দুটি পাঞ্চ হোল। সেলফি ক্যামেরার জন্য একটি গোল hole ও Face id এর জন্য আরেকটি Pill shaped Hole থাকবে। দুটি দুইরকম আকৃতির পাঞ্চ হোল পাশাপাশি থাকার কারণে আইফোন ১৪ এর ডিজাইনটা বেশ interesting লাগছে। তবে এই পরিবর্তন শুধু Pro model গুলোতেই দেখা যাবে অর্থাৎ non pro variant গুলোতে নচ ঠিকই থাকবে, তবে নচের আকার কিছুটা ছোট হয়ে আসবে।
অবশেষে বড় মেগাপিক্সেল ফোনের তালিকায় অ্যাপলের নাম
ক্যামেরা সেটআপে সবথেকে আলোচিত পরিবর্তন সম্ভবত এটাই হতে যাচ্ছে। Pro ও Pro Max মডেলে প্রাইমারী ক্যামেরা হিসেবে থাকবে ৪৮ মেগাপিক্সেল এর লেন্স। বড় সেন্সর এর কারণেই ক্যামেরার Bump ও তাই অবধারিত ভাবেই হবে বড়। আর ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে 8K Video ও শুট করা যাবে। সেলফি ক্যামেরার কোয়ালিটিতেও নাকি এবার বড় রকমের উন্নতি দেখা যাবে।
এর আগে অ্যাপল এর আইফোনে ক্যামেরায় বড় মেগাপিক্সেলের লেন্স ছিলো না বললেই চলে। তারাও ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলতে চায় ও অ্যাড্রয়েডের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে চায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।