জুমবাংলা ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে সামাজিক বিচারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে টঙ্গীর কলাবাগান বস্তিতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সামাজিক বিচার চলাকালীন স্থানীয় যুবদল নেতা আজিজুর রহমান টিপুর নেতৃত্বে একদল নেতাকর্মী বিচার অনুষ্ঠানে হামলা চালালে দুপক্ষের ভেতর সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ বলছে, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।