অ্যাপলের সিইও টিম কুক বাজারে আইফোন ১৭ প্রো ম্যাক্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নতুন ফোনে তোলা প্রথম ছবি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রীদের তোলা এই ছবিগুলোকে ‘শট অন আইফোন’ ক্যাম্পেইনের এক অনন্য প্রদর্শনী হিসেবে বর্ণনা করেছেন কুক।
প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটি ছবিতে ফুটপাত ধরে দৌড়াতে থাকা দুই ব্যক্তি হাতে হাত রেখে এগোচ্ছেন, সঙ্গে উড়ছে লাল কাপড়। পেছনে সূর্যাস্তের আলোয় দেখা যাচ্ছে গ্যাস স্টেশন ও ভবন। আরেকটি ছবিতে কালো-সাদা ফ্রেমে তিন নৃত্যশিল্পী একই ভঙ্গিতে পোজ দিয়েছেন, পেছনে ঘন গাছপালা ও পরিষ্কার আকাশ।
অন্য একটি ছবিতে চারজন স্কেটবোর্ড খেলোয়াড়কে দেখা গেছে—দুইজন র্যাম্পে নামছেন, একজন র্যাম্পের কিনারায় দাঁড়িয়ে আছেন, আরেকজন হাতে বোর্ড নিয়ে হেঁটে যাচ্ছেন।
এই প্রথম প্রকাশিত ছবি দেখিয়ে টিম কুক এবং অ্যাপল আইফোন ১৭ প্রো ম্যাক্সের উন্নত ক্যামেরার সম্ভাবনাকে সামনে এনেছেন, যা ফটোগ্রাফি এবং ক্রিয়েটিভ আর্টের প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয় হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।