Advertisement
অর্থনীতি ডেস্ক : বিদেশি নৌযান, মৎস্য আহরণে আইন ভঙ্গ করলে সর্বোচ্চ সাজা ৩ বছরের কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানার বিধান রেখে সামুদ্রিক মৎস্য আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে ফিশিং বোটের লাইসেন্সের মেয়াদ ১ বছরের থেকে বাড়িয়ে ২ বছর করা হয়েছে।
এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০১৯ এর খসড়া অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভায়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয়টি কিশোরগঞ্জ সদরে স্থাপন করারও সিদ্ধান্ত হয়।
এদিকে, মন্ত্রিসভা বৈঠকের শুরুতে ঢাকাকে ২০২০ সালের জন্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।