বিশ্বের দীর্ঘতম মানব সামেদের উচ্চতা ৯ ফুট ছাড়িয়েছে, ধীরে ধীরে তা বেড়েই চলেছে
আন্তর্জাতিক ডেস্ক : ঘানার সুলেমানা আবদুল সামেদের বয়স এখন ২৯। তার উচ্চতা ৯ ফুট ছাড়িয়েছে। ধীরে ধীরে তার এই উচ্চতা বেড়েই চলেছে। সম্প্রতি একটি হাসপাতালে তার উচ্চতা মাপা হয়। সেখান থেকেই তার এই উচ্চতা রিপোর্ট জানানো হয়। হাসপাতালে রিপোর্ট অনুযায়ী, তার বর্তমান উচ্চতা ৯ ফুট ৬ ইঞ্চি।
উচ্চতা বাড়ার বিষয়ে সামেদ অবাক হননি কারণ তিনি জানেন যে, তার উচ্চতা বাড়া কখনই থামেনি। তবে সামেদের এই উচ্চতার বাড়ার বিষয়টি নিয়ে হাসপাতালের কর্মীরা হতবাক হয়ে গেছেন। হাসপাতালে এ খবর যখন ছড়িয়ে পড়ে তখন ডাক্তার ও নার্সদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় তাকে দেখার জন্য। সবশেষ তার জন্য নির্ধারিত ডাক্তার চলাফেরার একটি রুটিন ধরিয়ে দেন তাকে।
লম্বাটে শরীরের কারণে তিনি অন্যদের মত গাড়িতে চড়তে পারেন না। ঘরে ঢুকতেও তার অন্যের সাহায্য লাগে। এমনকি বিছানাতেও ঠিকমত ঘুমাতে পারেন না সামেদ। ঘানার দীর্ঘ মানুষ সামেদকে নিয়ে বিশ্বব্যাপী আলোচনা এখন তুঙ্গে আছে।
সম্প্রতি তিনি পৃথিবীর সবচেয়ে উচ্চতম মানব হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
সামেদ বলছেন, তার উচ্চতা নাকি তিন-চার মাস অন্তর বাড়ছে।
সূত্র: দ্য ইকোনোমিক টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।