স্পোর্টস ডেস্ক: ম্যানেজারবিহীন সাম্পদোরিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন জুভেন্টাস। তুরিনের আলিয়াঁঞ্জ এরিনাতে ঘরের মাঠে বড় এই জয়ে কালও গোল পেয়েছেন চুক্তি নিয়ে হতাশায় ভুগতে থাকা আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। চলতি মৌসুমের পরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও নবায়নের ব্যপারে জুভেন্টাস কর্তৃপক্ষের গড়িমশী মেনে নিতে পারছেন না দিবালা।
শেষ আটে জুভেন্টাসের প্রতিপক্ষ সাসুলো বনাম কালিয়ারির মধ্যকার বিজয়ী দল।
প্রথমার্ধে হুয়ান কুয়াড্রাডোর নিখুঁত ফ্রি-কিকে এগিয়ে যায় স্বাগতিক জুভেন্টাস। ৫২ মিনিটে ড্যানিয়েলে রুগানির হেডে ব্যবধান দ্বিগুন হয়। ৬৭ মিনিটে দিবালার পোস্টের খুব কাছে থেকে সফল ফিনিশিংয়ে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০। ৭৭ মিনিটে আলভারো মোরাতার পেনাল্টিতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তুরিনের জায়ান্টরা।
সিরি-এ লিগে ধুকতে থাকা সাম্পদোরিয়া একের পর এক ব্যর্থতায় সোমবার ম্যানেজার রবার্তো ডি’আভার্সাকে বরখাস্ত করলে কাল তারা কোচ ছাড়াই মাঠে নেমেছিল। ম্যাচে আরো বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া না হলে জুভেন্টাস আরো বড় ব্যবধানে জিততে পারতো। তার উপর মোরাতার একটি গোল ভিএআর বাতিল করে দেয়। গোলের ঠিক আগে সাম্পদোরিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার টমাস রিনকনকে ফাউল করেছিলেন আদ্রিয়েন র্যাবিয়ট। রিপ্লেতে তা যাচাই করে গোলটি বাতিল করা হয়। ৬৩ মিনিটে আন্দ্রে কন্টি স্বাগতিকদের হয়ে এক গোল পরিশোধ করলেও দিবালার গোলে জুভেন্টাস আরো এগিয়ে যায়। এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন চুক্তি বিতর্কে থাকা দিবালা।
এদিকে দিনের আরেক ম্যাচে অতিরিক্ত সময়ে সিরো ইমোবিলের একমাত্র গোলে উদিনেসকে ১-০ ব্যবধানে পরাজিত করে শেষ আট নিশ্চিত করেছে ল্যাজিও। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সিরি-এ লিগের দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান।
রোমের স্তাদিও অলিম্পিকোতে নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশুন্য ড্র থাকার পর ভাগ্য নির্ধারনে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। ১০৬ মিনিটে ইমোবিলের গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় ল্যাজিওর। ফিওরেন্টিনার সার্বিয়ান তরুণ স্ট্রাইকার ডুসান ভøাহোভিচের সাথে সমান ১৭ গোল করে সিরি-এ লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা ইমোবিল ডানিলো কাতাডিসের থ্রু বলে দারুন ফিনিশিংয়ে ল্যাজিওকে এগিয়ে দেন।
৮৭ মিনিটে সার্গেই মিলিনকোভিচ-সাভিয়ের শট দারুন দক্ষতায় রুখে দেন উদিনেস গোলরক্ষক মার্কো সিলভাস্ট্রি। নাহলে ব্যবধান হয়ত আরো বাড়তে পারতো। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।