স্পোর্টস ডেস্ক: রেকর্ড ষষ্ঠবারের মতো র্যাংকিংয়ের শীর্ষে থেকে এ বছর শেষ করতে যাচ্ছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।
এর আগে টেনিস ইতিহাসে সর্বোচ্চ ছয়বার র্যাংকিংয়ের চূড়ায় থেকে বছর শেষের রেকর্ডটা এতদিন ছিল পিট সাম্প্রাসের একার দখলে। গেল শুক্রবার (৬ নভেম্বর) সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন জোকোভিচ।
মূলত সোফিয়া ওপেন থেকে রাফায়েল নাদাল নিজেকে সরিয়ে নেয়ায় নিশ্চিত হয়ে গেছে এ বছর জোকোভিচই থাকছেন র্যাংকিংয়ের শীর্ষে।
প্রসঙ্গত, আগামী বছরের ৮ মার্চ পর্যন্ত সিংহাসন ধরে রাখতে পারলে রজার ফেদেরারের ৩১০ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ডও ভেঙে দেবেন ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী সার্ব তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।