আন্তর্জাতিক ডেস্ক : মাছ ধরা ছাড়া যেন কিছুই বুঝেন না স্বামী। এ নিয়ে বার বার স্বামীকে সতর্ক করলেও তাতে কান না দেওয়ায় শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটলেন স্ত্রী। বিচ্ছেদের আবেদন করেন আদালতে। আইনি প্রক্রিয়া যখন শুরু হয়, তখনো সেখানে যাননি তিনি। ওই সময়ও ব্যস্ত ছিলেন মাছ ধরায়।
বিবাহ বিচ্ছেদের আবেদনে বলা হয়েছে, ১০ বছরের বৈবাহিক জীবনে স্বামী সংসারে খুব কম সময়ই দিয়েছেন। এমনকি সন্তানদেরও সময় দেন না তিনি। সারাক্ষণ শুধু মাছ ধরা নিয়েই পড়ে থাকেন।
ঘটনাটি চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশের। ওই ব্যক্তির ডাকনাম সান আর তার স্ত্রী ঝাং। গতকাল সোমবার আদালতে তাদের বিবাহ বিচ্ছেদ শুরু হলে সেখানে ঝাং একাই উপস্থিত হন। ছিলেন না সান।
জানা যায়, তিনি মাছ ধরা নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে শুনানির সময় পর্যন্ত ভুলে গেছেন। পরে আদালতের পক্ষ থেকে বিষয়টি মনে করিয়ে দেওয়ার পর তিনি আদালতে হাজির হন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, স্ত্রীর অভিযোগের কারণে বেশ বিরক্ত হন সান এবং তিনি বিবাহবিচ্ছেদে রাজি হন।
বিচারকও সানের এসব আচরণে অবাক হয়েছেন। তার মতে, মাছ ধরা খারাপ কোনো কাজ নয়। তবে এটার সীমা থাকা উচিত।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।