বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গুগল ক্রোম ব্রাউজার দেখতে বেশ সাধাসিখে হলেও অনেক চমক লুকিয়ে আছে এই সাধারণ অ্যাপের মধ্যে। ফ্ল্যাগস / Flags নামে ক্রোম ব্রাউজারের একটি হিডেন সেকশন রয়েছে যেখানে অসংখ্য এক্সপেরিমেন্টাল ফিচার পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে ক্রোম ব্যবহারের অভিজ্ঞতাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারবেন। এই পোস্টে কাজের কিছু ক্রোম ফ্ল্যাগস সম্পর্কে জানবেন যেগুলো আপনার ক্রোম ব্যবহারের অভিজ্ঞতাকে পরিবর্তন করে দিবে।
ক্রোম ফ্ল্যাগস কিভাবে ব্যবহার করতে হয়?
ক্রোম ব্রাউজারের সেটিংসে সারাদিন ঘুরাঘুরি করলেও ক্রোম ফ্ল্যাগস খুঁজে পাবেন না। ক্রোম ফ্ল্যাগস খুঁজে পেতে হলে ক্রোম ব্রাউজারে প্রবেশ করে এড্রেস বারে টাইপ করুন chrome://flags ও এন্টার চাপুন।
এবার ক্রোম ফ্ল্যাগস ফিচারগুলো দেখতে পাবেন। এখানে Available ও Unavailable নামে দুইটি অপশন দেখতে পাবেন। কিছু ফিচার ডিভাইস-স্পেসিফিক, অর্থাৎ শুধুমাত্র ফোন বা কম্পিউটারে এই ফিচারগুলোর এই ফিচার ব্যবহার করা যাবে। আবার বলে দেই ক্রোমে প্রবেশ করে chrome://flags এড্রেসে প্রবেশ করলে সকল ক্রোম ফ্ল্যাগস খুঁজে পাবেন, এরপর সার্চ করে নিচে প্রদত্ত ফ্ল্যাগগুলো খুঁজে নিতে পারবেন। কোনো ফিচার চালু করতে এর পাশে থাকা ড্রপ-ডাউন ব্যবহার করুন।
ক্রোম ফ্ল্যাগস কি নিরাপদ?
ক্রোম ফ্ল্যাগস চালু করার সময় ওয়ার্নিং মেসেজ দেখতে পাবেন। তবে এর মানে এই নয় যে ক্রোম ফ্ল্যাগস আপনার ডিভাইসের জন্য ক্ষতিকর। এসব ফিচার মূলত এক্সপেরিমেন্টাল হওয়ার কারণে এসব ওয়ার্নিং দেওয়া থাকে। কিছু ফিচার ক্রোমের বিভিন্ন ফিচারকে অচল বা পরিবর্তন করে দিতে পারে, তাই পরীক্ষা করে কিছু ফ্ল্যাগস বন্ধ করে দিতে হতে পারে। একইভাবে chrome://flags এড্রেসে প্রবেশ করে চালু করার ক্রোম ফ্ল্যাগস বন্ধ করতে পারবেন।
সেরা কিছু ক্রোম ফ্ল্যাগস
এবার চলুন জেনে নেওয়া যাক অসাধারণ কিছু ক্রোম ফ্ল্যাগস সম্পর্কে যেগুলো ক্রোম ব্যবহার করে ব্রাউজিং এর অভিজ্ঞতাকে পরিবর্তন করে দিবে।
Smooth Scrolling
ক্রোম ব্রাউজার ব্যবহারের সময় মাঝেমধ্যে বেশ ল্যাগি হয়ে গিয়েছে বলে মনে হয়না? অনেক কারণে এই সমস্যা ঘটতে পারে, তবে রয়েছে এক সহজ সমাধান। ক্রোম ফ্ল্যাগস পেজে প্রবেশ করে Smooth Scrolling লিখে সার্চ করুন ও অপশনটি চালু করে দিন। এই ফিচার অ্যান্ড্রয়েড থেকে শুরু করে উইন্ডোজ, লিনাক্সে ব্যবহার করা যাবে।
Reader Mode
অনেকের ইন্টারনেট ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো অসাধারণ সব লেখালেখি পড়া। এই ধরনের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ক্রোম এর রিডার মোড বেশ কাজে আসতে পারে। এই ফিচারের মাধ্যমে কোনো পেজের শুধুমাত্র মূল লেখা পড়া যায় কোনো ধরনের বাড়তি এলিমেন্ট ছাড়া। ফিচারটি চালু করতে ক্রোম ফ্ল্যাগস পেজে Enable Reader Mode লিখে সার্চ করুন ও ফিচারটি চালু করে দিন পাশের ড্রপডাউন ব্যবহার করে।
Auto Dark Mode
ডার্ক মোড যেমন দেখতে ভালো লাগে ঠিক তেমনি চোখের জন্য বেশ স্বস্তিদায়ক। আপনি যদি ডার্ক মোড এর ফ্যান হয়ে থাকেন তবে সকল ওয়েবসাইটে ডার্ক মোড ব্যবহার করতে পারেন এই ক্রোম ফ্ল্যাগ দ্বারা। ক্রোম ফ্ল্যাগস পেজে প্রবেশ করে Auto Dark Mode for Web Contents লিখে সার্চ করলে উক্ত ফ্ল্যাগস পেয়ে যাবেন ও চালু করতে পারবেন।
Parallel Downloading
বড় ফাইল ডাউনলোড করা বেশ ঝামেলার বটে। তবে ডাউনলোড বেশ দ্রুত হতে পারে প্যারালাল ডাউনলোডিং এর মাধ্যমে যা মূলত ফাইল ডাউনলোডকে ছোট ছোট ভাগ করে এই প্রক্রিয়াকে দ্রুত করে। Parallel Downloading লিখে সার্চ করলে ক্রোম ফ্ল্যাগস পেজে ফিচারটি পেয়ে যাবেন ও পাশে থাকা ড্রপ ডাউন ব্যবহার করে চালু করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।