জুমবাংলা ডেস্ক : এবারের শীতকালে শীতের দাপট কি শেষ হয়ে গেছে? যারা হ্যা ভাবছেন আসলে তারা ভুল করছেন? এখন মাঘ মাস চলছে। সকাল হতে না হতেই রাতের যে হালকা শীত ছিল, তা উধাও হয়ে যাচ্ছে। বেলা গড়াতেই সূর্য হাজির হচ্ছে গ্রীষ্মের খরতাপ নিয়ে।
আবহাওয়াবিদ বলছেন, এটি আসলে বৈশ্বিক জলবায়ূ পরিবর্তানের নেতিবাচক প্রভাব ছাড়া কিছু নয়।
আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য অনুয়ায়ী, আগামি মঙ্গলবারের পর থেকে সারাদেশে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, আজ কুয়াশা ও মেঘ কম থাকায় তাপমাত্রা বেড়েছে ঠিকই, কিন্তু এটি দীর্ঘস্থায়ী হবে না। ইতিমধ্যে মেঘের একটি প্রবাহ বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। তা আরও বিস্তৃত হয়ে ওই এলাকার কিছু কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামাতে পারে। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। আগামী মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা কমে শীত নামতে পারে।
দেশের কয়েকটি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। গতকাল নীলফামারীতে সামান্য ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, কয়েক দিনের বিরতি বাদ দিলে গত প্রায় ২৩ দিন দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ ছিল। গতকাল মেঘমুক্ত আকাশ ও কুয়াশা কম থাকায় সূর্যের আলো অনেকক্ষণ বেশি ছিল। পটুয়াখালীর খেপুপাড়ায় ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গ্রীষ্মের স্বাভাবিক তাপমাত্রা সেখানে অনুভূত হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।