জুমবাংলা ডেস্ক : সর্দি, জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে আওয়ামী লীগ নেতা ও পুরোহিতসহ দেশের বিভিন্ন স্থানে আটজন মারা গেছেন। এ নিয়ে ৩০ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত ৮৩ দিনে ৮৬০ জনের মৃত্যু হল। তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা জানতে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
নড়াইল : কালিয়ায় পূজা উদযাপন পরিষদ ও পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিমল কুমার রায় ও কার্ত্তিক সরকার নামে দু’জনের মৃত্যু হয়েছে। বিমল শনিবার সকালে নিজ বাড়িতে ও কার্ত্তিক সরকার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সন্ধ্যায় মারা যান। তারা দু’জন একই উপজেলার একই গ্রামের পাশাপাশি বাড়ির রাজ কুমার রায় ও নিতাই সরকারের ছেলে।
লৌহজং (মুন্সিগঞ্জ) : লৌহজংয়ে শুক্রবার রাতে একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামীম। তার বাড়ি উপজেলার ঘোড়দৌড় বাজারে।
ভেড়ামারা (কুষ্টিয়া) : ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি ভেড়ামারা শহরের ৭নং ওয়ার্ডের কুণ্ডুপাড়ায়।
মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে শুক্রবার রাতে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নে।
ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবে বৃহস্পতিবার রাতে শান্তিপদ গোস্বামী নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ভৈরব বাজারের শ্রী শ্রী গোপালবাড়ী জিউর মন্দিরের পুরোহিত ছিলেন।
রাজবাড়ী : রাজবাড়ীতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ওই বৃদ্ধকে রাজবাড়ী সদর হাসপাতালে আনার পথে তিনি মারা যান। তার বাড়ি রাজবাড়ী পৌরসভার লক্ষ্মীকোল গ্রামে।
চিলমারী (কুড়িগ্রাম) : চিলমারী উপজেলার রমনা টোলোরমোড় এলাকার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।