জুমবাংলা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১১৮ জন আসামির পাশাপাশি অন্যান্য ঘটনায় এক হাজার ১৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, অন্যান্য ঘটনায় এক হাজার ১৫৩ জন। সব মিলিয়ে ২২৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।