জুমবাংলা ডেস্ক : সারা দেশে নিম্ন আদালতের ২০ জন বিচারক এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। উপসর্গ নিয়ে আর ছয়জন বিচারক আইসোলেশনে আছেন। আর সর্বোচ্চ আদালতের ২৪ কর্মচারীসহ মোট আক্রান্ত হয়েছেন ৮৩ জন আদালত কর্মী। এর মধ্যে ২৪ জন সুপ্রিম কোর্টের, বাকি ৫৯ জন দেশের বিভিন্ন আদালতের।
আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার মাদারীপুর জেলা জজ আদালতের জারীকারক মো. কাউসার এবং শুক্রবার নওগাঁ জেলা জজ আদালতের অফিস সহায়ক মহিউদ্দিন মোহনের মৃত্যু হয়েছে।
এ দুজনের করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ফলাফল জানা যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মে সর্বপ্রথম নেত্রকোণা জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির করোনাভাইরাসে আক্রান্ত হন এবং একই দিনে মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমানও আক্রান্ত হন। বর্তমানে তারা দুজন সুস্থ হয়ে আবার কাজে ফিরেছেন।
এই মুহূর্তে ঢাকার সিএমএইচে আইসিইউতে চিকিৎসাধীন আছেন লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ। তাকে প্লাজমা দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক বেগম শামীম আহমেদ। এ ছাড়া জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন।
এই পাঁচ বিচারক বাদে আরও ১৫ জন বিচারক করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আক্রান্ত বিচারক ও কর্মচারীদের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা জজদের সুপ্রিম কোর্ট থেকে অনুরোধ জানানো হয়েছে। আক্রান্তদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং সময় সময় তা প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে জানানো হচ্ছে বলে জানিয়েছেন সাইফুর রহমান।
করোনাভাইরাসের প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ আদালতের বিচারকদের চিকিৎসার বিষয়ে তৎপর থাকার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রধান করে গত ১১ জুন পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দেন প্রধান বিচারপতি।
এ ছাড়াও দেশের অদস্তন আদালতের বিচারকদের করোনা চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের নেতৃত্বে পাঁচ সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।