বিনোদন ডেস্ক : জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র চূড়ান্ত পর্ব গত ২৮ জুলাই সন্ধ্যায় প্রচারিত হয়েছে। প্রায় ৯ মাস ধরে চলা এ প্রতিযোগিতার চূড়ান্ত পূর্বে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার অঙ্কিতা ভট্টাচার্য। প্রথম রানারআপ হয়েছেন গৌরব ও স্নিগ্ধজিৎ। মাঈনুল আহসান নোবেলের সঙ্গে যৌথভাবে তৃতীয় রানারআপ হয়েছেন প্রীতম।
ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে নোবেল লিখেছেন, “সা রে গা মা পা’ আমার জন্য একটা দীর্ঘ জার্নি। এই জার্নিতে আমি অনেক কিছু শিখেছি, জেনেছি এবং ভক্তসহ সবার ভালোবাসা পেয়েছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’
তৃতীয় রানারআপ হওয়ার ব্যাপারে নোবেল বলেছেন, ‘বিচার প্রক্রিয়া কিংবা আমার রানারআপ হওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। শুধু বলব, আমরা বাংলাদেশের সবাই একেকটা নোবেল। আমরা দেখিয়ে দিয়েছি। তাই আমরা সবাই চ্যাম্পিয়ন। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে সামনে পথ চলতে চাই।’
গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগীরা দুই পর্বে গান পরিবেশন করেন। নোবেল প্রথম পর্বে প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’ ও ২য় পর্বে প্রিন্স মাহমুদের কথা ও সুরে জেমসের গাওয়া ‘বাংলাদেশ’ গানটি পরিবেশন করেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যীশু সেনগুপ্ত। বিচারক ছিলেন মোনালী ঠাকুর, শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।