আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুই দশক যুদ্ধ ও সংঘর্ষের পর চলতি বছরের ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। এরপর আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হয় দেশটিতে। তালেবান আতঙ্কে দেশত্যাগ করতে হাজার হাজার মানুষ কাবুলের প্রধান বিমানবন্দরে জড়ো হন। এই পরিস্থিতিতে টানা দুই সপ্তাহেরও বেশি সময় পুরো বিশ্বের দৃষ্টি আটকে ছিল আফগানিস্তানে। খবর ব্লুমবার্গ ও হিন্দুস্তান টাইমস’র।
আর এতেই ইন্টারনেটের সবচেয়ে পরিচিত ও বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলে চলতি বছর সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে আফগানিস্তান।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এবং ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল সম্প্রতি ২০২১ সালের বার্ষিক রিক্যাপ প্রকাশ করেছে। এর মাধ্যমে বিভিন্ন দেশ এবং বিশ্বজুড়ে ইন্টারনেটে কী ট্রেন্ডিং ছিল এবং মানুষ কী বিষয়ে জানতে চেয়েছেন তার একটা ধারণা পাওয়া যায়।
আফগানিস্তানের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিষয়গুলো নিয়েও গুগলে বহু মানুষ সার্চ করেছেন। ব্লুমবার্গ বলছে, তালেবানের ক্ষমতাগ্রহণের আগে গুগলে চলতি বছর সবচেয়ে বেশি সার্চ করা শব্দের তালিকায় একে অপরের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল মূলত মেম স্টকস এবং ক্রিপ্টোকারেন্সি। তবে তালেবানের ক্ষমতা দখল এবং আফগান ভূখণ্ডের পরিবর্তিত পরিস্থিতিতে আফগানিস্তান শীর্ষে উঠে আসে।
গুগলের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, চলতি বছর ব্যবহারকারীরা সংবাদ সার্চ করার সময় আফগানিস্তানের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন। এরপরের অবস্থানগুলোতেই গেমস্টপ করপোরেশন এবং এএমসি এন্টারটেইনমেন্ট হোল্ডিংস-র মতো রেডিট স্টকের নাম রয়েছে।
এছাড়া ইথারিয়াম এবং ডোজকয়েন নামের দু’টি ক্রিপ্টোকয়েনও তালিকায় পরের অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, ২০ বছর পর গত ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয়। অবশ্য সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশই এখনও পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।