পরীক্ষা ও সার্টিফিকেট নির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসার আহ্বান

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা বলেছেন, ‘বর্তমান সময়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত সহায়ক ভূমিকা রাখতে হবে।’

আজ (১০ মে) নগরীর একটি অভিজাত হোটেলে দিনব্যাপী ‘শিক্ষার্থীদের শিখন স্তরের বর্তমান অবস্থা ও শিক্ষার গুণগতমান অর্জন’ বিষয়ক শিক্ষা সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, ‘পরীক্ষা ও সার্টিফিকেট নির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে। মুখস্থ করে নয় বরং প্রাকটিক্যালি শিখতে হবে। আইসিটিতে দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে শিক্ষা নিতে হবে, যেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রুপকল্প ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করে।’

রাজশাহীতে দ্য সাউথ এশিয়ান অ্যাসেসমেন্ট অ্যালায়েন্স: কমিউনিকেটিং এন্ড কোলাবোরেটিং ফর চেঞ্জ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত শিক্ষা সংলাপে স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক কানিজ ফাতেমা।

বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার (বিইউপি) নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় শিক্ষা সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক জেলা শিক্ষা অফিসার আব্দুল মোমেন, শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান বাদশা,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক রুবাইয়াৎ জাহান, রাজশাহী সদর সহকারী থানা শিক্ষা অফিসার এ. কে. এম মাসুদ রানা এবং ওয়েভ ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক লিপি আমেনা।

ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষা সংলাপটিরে আয়োজন করে বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা।