জুমবাংলা ডেস্ক : ব্যবসায়ী, কলেজছাত্র ও এক যুবককে হাতুড়িপেটার রেশ কাটতে না কাটতেই এবার সুজন মাতুব্বর (৩৪) নামে এক কৃষক হাতুড়িপেটার শিকার হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে এ হাতুড়িপেটার ঘটনা ঘটে। সুজন মাতুব্বর একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী জানান, সুজন মাতুব্বর সকালে বালিয়াগট্টি বাজারে চা পান করতে যান। এ সময় তাকে জাফর মাতুব্বর, উচমান মাতুব্বর, জাহিদ মাতুব্বর, মিন্টু বেপারী, ইকরাম বেপারী, মিন্টু বেপারী, শাহীন বেপারী, বাবুল মাতুব্বর, ইমরান শেখ, রানা শেখসহ আরও কয়েকজন যুবক হাতুড়িপেটা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, এর আগে গত ২৯ ডিসেম্বর উপজেলার গট্টি ইউনিয়নের পাটপাশা বালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক মাতুব্বরের ছেলে ইকরাম মাতুব্বরকে হাতুড়িপেটা করা হয়। এ ছাড়া ৭ জানুয়ারি বালিয়াগট্টি বাজারের সাইফুর রহমান শাওনকে এবং ৩১ জানুয়ারি আতিক শেখকে হাতুড়িপেটা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।