বিনোদন ডেস্ক : বলিউডের সব সেরা ছবির মধ্যে অন্যতম ছবি হাম আপকে হ্যায় কৌন। পারিবারিক একটি কাহিনী নিয়ে তৈরি এই ক্লাসিক ছবিতে সালমান খান ও মাধুরী দীক্ষিত প্রথমবারের মত একসাথে কাজ করেছিলেন। আর জনপ্রিয়তার দিক দিয়ে এখনও অনেক সিনেমাকেই পিছনে ফেলে দেবে ৯০ দশকের এর এই ছবিটি।
দেখতে দেখতে ২৫ বছর পূর্ণ হয়েছে সালমান-মাধুরীর হাম আপকে হ্যায় কৌন-এর। আর সেই উপলক্ষে বিশেষ একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করলেন ছবির নিশা অর্থাৎ মাধুরী নিজেই।
রাজশ্রী প্রোডাকশনের এই ছবি ১৯৯৪ সালে মুক্তি পায়। রোম্যান্টিক মিউজিকাল ছবিটি সেই সময়ই প্রায় ২০০ কোটি টাকা আয় করেছিল।
ছবিতে মণীশ বহেল, রেণুকা সাহানি, অনুপম খের, অলোকনাথ, রিমা লাগু বিশেষ চরিত্রে ছিলেন। আর এই বিশেষ দিনে মাধুরী দুটি ভিডিও শেয়ার করেছেন। একটিতে তিনি নিশা হয়ে জানিয়েছেন ছবির ২৫ বছরের কথা।
আরেকটিতে দিদি তেরা দেওয়ার দিওয়ানা-র সিগনেচার স্টেপেরগুলোতে দিয়ে ফুল মারার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। তিনি চ্যালেঞ্জ করেছেন তার প্রেম অর্থাৎ সালমান খানকে। আর এই তালিকায় আরো রয়েছেন অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, রেণুকা সাহানি ও বরুণ ধাওয়ানের নামও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।