সালমানের আকাশছোঁয়া পারিশ্রমিক

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। এই শোয়ের সঞ্চালক হিসেবে সবাইকে ছাড়িয়ে গেছেন বলিউড সুপারস্টার সালমান খান। কালার্স টিভিতে সম্প্রচার শুরু হয়েছে বিগ বসের নতুন সিজন। এই বছরও শোয়ের মূল আকর্ষণ সালমান খান।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সালমান এই মৌসুমে বিগ বস হোস্ট করার জন্য প্রতি মাসে ৬০ কোটি টাকা নিচ্ছেন!

প্রযোজক সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চলতি মৌসুম থেকে এই তারকা তার পারিশ্রমিকের অংক বাড়িয়ে দিয়েছেন, যা ৬০ কোটি টাকার কাছাকাছি। আগের সিজনের মতো এই সিজন যদি ১৫ সপ্তাহ ধরে চলে, তা হলে অভিনেতা প্রায় ২৫০ কোটি টাকা আয় করবেন। দেড় দশক ধরে বিগ বসের সঞ্চালক সালমান খান।

নিজেদের রাতের ‘সিক্রেট’ ফাঁস করলেন শাহিদ-মীরা

এদিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র জন্য সালমানের প্রায় কাছাকাছি পারিশ্রমিক নেন অমিতাভ বচ্চন। এই হিসাবে বিগ-বি’কেও পেছনে ফেললেন ভাইজান।