বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটির সিনেমা মানেই দর্শকদের কাছে বরাবরই বাড়তি কৌতুহল। সেটা যদি হয় বহুল প্রতীক্ষিত‘ টাইগার থ্রি’ তাহলে তো প্রত্যাশার পারদ বেড়ে যায় কয়েকগুণ। শুধু তাদের ভক্তরা নয়, সিনেমাটি ঘিরে হলমালিকরাও অপেক্ষায় আছেন। মণীশ শর্মা পরিচালিত বিগ বাজেটের এই সিনেমা দর্শকদের হলে ফিরিয়ে আনবে বলে মনে করছেন তারা।
সিনেমাটির প্রচার শুরু থেকেই এমনভাবে করা হচ্ছে যেন এর মাধ্যমে পুরনো রূপে ফিরতে যাচ্ছে বলিউড। তবে তাদের সেই আশা আপাতত মিটছে না। কারণ ক’রোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারো পেছালো সিনেমাটির শুটিং।
যশ রাজ ফিল্মসের একটি সূত্র জানিয়েছে, বড় পরিসরে আউটডোরে সিনেমাটির শুটিং করা সবার জন্যই ঝুঁকিপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। তাই আপাতত শুটিং শুরু না করাই বুদ্ধিমানের কাজ বলে ভাবছেন তারা। পরিস্হিতি স্বাভাবিক হলে নতুন করে পরিকল্পনা করে শুটিং তারিখ ঘোষণা করা হবে। ১৫ দিনের জন্য শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।
নির্মাতা মনীশ শর্মা জানিয়েছেন, তিনি যেভাবে সিনেমাটির কাজ শেষ করতে চান সেভাবে কাজ করা এই পরিস্হিতিতে সম্ভব না। তাই এমন সিদ্ধান্তে তিনি প্রোডাকশন হাউজকে ধন্যবাদ জানিয়েছে।
এ প্রসঙ্গে ক্যাটরিনা কাইফ বলেন, ‘আমিও চাই সিনেমাটি তাড়াতাড়ি পর্দায় আসুক। দর্শক হলমুখী হোক। কিন্তু সিনেমাটি অ্যাকশনে ভরপুর হওয়ায় ছোট পরিসরে শুটিং করা সম্ভব না। তবে প্রাকৃতিক দুর্যোগের ওপর তো আমাদের কারো হাত নেই। তাই চাইলেও সেই আশা আপাতত পূরণ হচ্ছে না। চাই না, আমাদের কারণে কোনো প্রাণহানি হোক। নির্মাতা-প্রযোজকের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। অপেক্ষা করুন। সালমানের সঙ্গে দারুণ রোমান্স নিয়েই আপনার পাশের প্রেক্ষাগৃহে ফিরবো। করোনার এই সময়ে সবাই সাবধানে থাকুন, সচেতনতা অবলম্বন করুন।
বিয়ের প্রস্তুতির জন্য প্রায় তিন মাস কাজ থেকে বিরতি নিয়েছিলেন ক্যাটরিনা। বিয়ের পর পর জানা যায়, জানুয়ারির মাঝামাঝি সময়ে সালমানের সঙ্গে শুটিং এর জন্য দিল্লী যাবেন তিনি। সেই পরিকল্পনা ভেস্তে গেল।
২০১২ সালে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের ছবি ‘এক থা টাইগার’। প্রথম ছবি বক্স অফিসে সুপারডুপার হিট হয়। দীর্ঘ পাঁচ বছর পর ২০১৭ সালে এই ছবির সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এই ছবিটিও প্রথমটির মতো বক্স অফিসে সফল হয়। এরই ধারাবাহিকতায় তৈরি হচ্ছে তৃতীয় সিরিজ ‘টাইগার থ্রি’।
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।