 জুমবাংলা ডেস্ক: সফররত মার্কিন প্রতিনিধি দল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের আয়োজনে নৈশভোজে অংশ নেন।
জুমবাংলা ডেস্ক: সফররত মার্কিন প্রতিনিধি দল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের আয়োজনে নৈশভোজে অংশ নেন।
আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল রাত ৮টায় সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে অংশ নেন।
রহমান মার্কিন প্রতিনিধি দলকে নৈশভোজে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।
যুক্তরাষ্ট্র অংশে আরও যারা ছিলেন- দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়ার আঞ্চলিকবিষয়ক পরিচালক ব্রায়ান লুটি, আন্ডার সেক্রেটারির বিশেষ সহকারী ব্রায়ান ওয়াকলি, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার সোফিয়া মিউলেনবার্গ, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল/ইকোনমিক কাউন্সেলর আর্তুরো হাইনস।
বাংলাদেশ অংশে আরও যারা ছিলেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা উইং) খন্দকার মাসুদুল আলম।
চার দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আসে মার্কিন প্রতিনিধি দল।-ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 

