সালমান খানের প্রাক্তন প্রেমিকা ও অভিনেত্রী সঙ্গীতা বিজলানির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তার ফার্মহাউস থেকে চোরের দল জিনিসপত্র চুরি করার পাশাপাশি ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ভাঙচুর চালানো হয়েছে সঙ্গীতার বাড়িতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পুণের মাভালের তিকোনা গ্রামে সঙ্গীতার ফার্মহাউসে ঘটেছে এ ঘটনা। চুরির ঘটনা জানাই যায়নি প্রথমে। শুক্রবার প্রায় চার মাস পর নিজের ওই ফার্মহাউসে পৌঁছন সঙ্গীতা।
সেখান ভাঙচুর হয়েছে বলে তিনিই দেখেন। বাড়ির ভিতর থেকে জিনিসপত্রও গায়েব বলে দেখতে পান। এর পর থানায় খবর দেন সঙ্গীতা। পুণে গ্রামীণ থানায় বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, শুক্রবার পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে চার মাস পর ফার্মহাউসে পৌঁছে সঙ্গীতা বুঝতে পারেন তার বাড়িতে চুরি ও লুটপাট হয়েছে। ফার্মহাউসের মূল দরজা ভাঙা ছিল। জানালার গ্রিল কেটে ভিতরে ঢোকা হয়েছিল। তার ফার্মহাউস থেকে বড় একটি টেলিভিশন সেট গায়েব হয়ে গিয়েছে। বাড়ির খাট, রেফ্রিজারেটর পর্যন্ত ছাড়েনি চোরের দল।
যা পেরেছে নিয়ে গিয়েছে, বাকি সব ভাঙচুর করে গিয়েছে তারা। বাড়ির টুকটাক জিনিসপত্রও গায়েব হয়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজ, ভেতরের জিনিসপত্রও ভাঙচুর করে যায় চোরের দল।
এ ঘটনায় পুণে গ্রামীণের পুলিশ সুপার সন্দীপ সিংহ গিলকে চিঠি দিয়েছেন সঙ্গীতা। তিনি জানিয়েছেন, অসুস্থ বাবার শুশ্রূষায় ব্যস্ত ছিলেন বলে ফার্মহাউসে যেতে পারেননি এতদিন। শেষ পর্যন্ত চার মাস পর দুই গৃহ সহায়িকাকে নিয়ে সেখানে পৌঁছান তিনি। কিন্তু মূল দরজা ভাঙা দেখেই বিপদ টের পান। ভিতর ঢুকে দেখেন, জানালার গ্রিল কাটা হয়েছে। একটি টেলিভিশন সেট চুরি গিয়েছে। একটি ভেঙে রেখে গিয়েছে চোরেরা।
সঙ্গীতা জানিয়েছেন, দোতলায় সবচেয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। সব খাট ভেঙে ফেলা হয়েছে। মূল্যবান জিনিসপত্র তো বটেই, টুকটাক জিনিসও চুরি গিয়েছে। যেটুকু যা পড়ে রয়েছে, ভাঙচুর চলেছে তার উপর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হয়ে ধারা যোগ করা হবে বলে জানিয়েছেন লোনাভালা থানার সিনিয়র ইনস্পেক্টর দীনেশ তায়ডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।