নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে এই আদেশ দেন। এর আগে সোমবার সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেয় আদালত।
পরে মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজের ফ্ল্যাটে মারা যান সালমান শাহ। তার মৃত্যুর পর পিতা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যু মামলা করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি অভিযোগ করেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে।
তবে একাধিক তদন্তে হত্যার অভিযোগ নাকচ করে আত্মহত্যার সিদ্ধান্তে উপনীত হয় তদন্ত সংস্থা। কিন্তু সালমান শাহর পরিবার বারবার এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে।
সর্বশেষ পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ২০২১ সালের ৩১ অক্টোবর আসামিদের অব্যাহতির আদেশ দেন। এরপর আবার সালমান শাহর পরিবারের পক্ষ থেকে কয়েকটি বিষয় নিয়ে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন দায়েরের আবেদন করা হয়। যা গ্রহণ করা হয় ২০২২ সালের ১২ জুন। তবে বিভিন্ন কারণে কয়েক বছর রিভিশন শুনানি হয়নি। সম্প্রতি রিভিশন আবেদনের শুনানি শুরু হয়, যা শেষ হয় গত ১৩ অক্টোবর। সেদিন ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক আদেশের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেন। এরপর গত সোমবার অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের আদেশ দেয় আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।