নিজস্ব প্রতিবেদক: বাবা বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেঃ কমান্ডার আবদুল করিম খান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও। সম্প্রতি মেয়ে সালমা বেগম বাংলাদেশ পুলিশের ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন।
২৯ মে আইজিপি ড. বেনজীর আহমেদের কাছ থেকে ডিআইজির র্যাংক ব্যাচ পরিধান করে বাসায় এসে বাবাকে স্যালুট প্রদান করেন মেয়ে সালমা বেগম। বাবা-মেয়ের স্যালুট জানানোর দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়।
৩০ মে ছবিটি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে ডিআইজি সালমা লিখেন, ‘স্যালুট গ্রহণ করছেন বাবা, বীর মুক্তিযোদ্ধা লেঃ কমান্ডার আবদুল করিম খান (অবঃ)। বাংলাদেশ নৌবাহিনী। স্যালুট প্রদান করছে কন্যা, সদ্য পদোন্নতি প্রাপ্ত ডিআইজি সালমা বেগম পিপিএম। বাংলাদেশ পুলিশ।’
বাবা-মেয়ের স্যালুট প্রদান ও গ্রহণের ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে বাবা-মেয়ে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে বাবা-মেয়ে। ছবিটি অনেক ফেসবুক ব্যবহারকারী শেয়ার দিয়েছেন। এতে অনেকেই মন্তব্য করেছেন- ‘গর্বিত বাবার-গর্বিত কন্যা’।
ডিআইজি হওয়ার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের সাবেক শিক্ষার্থী সালমা বেগম পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজবাড়ী জেলার এসপি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
বরিশালের বাকেরগঞ্জের সন্তান সালমা বেগম ১৯৯৯ সালে ১৮ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। তিনি ডিএমপি,পুলিশ হেকোয়ার্টার্স, সিআইডি ও এপিবিএনে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সালমা বেগম কসোভো ও সুদানে শান্তিরক্ষা মিশনেও কাজ করেছেন। উদীয়মান তারকা অন্তরিপ চৌধুরী নামে এক পুত্র সন্তানের জননী সালমা বেগমের স্বামী অভিনেতা টুটুল চৌধুরী বাংলাদেশ ব্যাংকে ডিজিএম হিসেবে কর্মরত আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।