Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে নতুন মামলাগুলোর চার্জশিট দেয়া হবে খুব শিগগিরই। একইসঙ্গে পুরানো মামলাও নতুন করে খতিয়ে দেখবে পুলিশ।
রবিবার (১৯ জুলাই) দুপুরে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘সাহেদের ঘটনায় আমাদের পুলিশের যা কর্তব্য তা করে চলেছে যেটি এখনও চলমান রয়েছে। খুব শিগগিরই আমরা তার নামে চার্জশিট দাখিল করবো। কিছু মামলায় তার জামিন নেয়া ছিল। সবগুলোকে এখন এক করে আমরা দেখবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



