বিনোদন ডেস্ক : গত শুক্রবার একক ফিল্ম হিসেবে বলিউডের ‘গুড নিউজ’ ফিল্মটি মুক্তি পায়। ফিল্মটির জন্য ঝুঁকি ছিল ‘দাবাঙ থ্রি’র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা; কিন্তু ফিল্মটি শেষ পর্যন্ত এই বাধা অতিক্রম করতে পেরেছে।
ধর্ম প্রডাকশন্সের কমেডি ফিল্ম ‘গুড নিউজ’ পরিচালনা করেছেন রাজ মেহতা; অভিনয় করেছেন অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, দিলজিত দোসাঞ্জ, কিয়ারা আডবানি, অঞ্জনা সুখানি, তিস্কা চোপড়া, যুক্তা মুখি, গুলশান গ্রোভার এবং আদিল হুসেন।
শুক্রবার ফিল্মটির আয় ১৭.৫৬ কোটি রুপি। শনিবার ও রবিবারের ২১.৭৮ কোটি রুপি এবং ২৫.৬৫ কোটি রুপি আয়ে সপ্তাহান্তেফিল্মটির আয় ৬৪.৯৯ কোটি রুপি। সোমবারের আয় ১৩.৪১ কোটি রুপি। ফিল্মটি ‘দাবাঙ থ্রি’ আয়কে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। বলাই বাহুল্য সালমান খানের ফিল্মটি এখন এর বিপরীতে কোনোভাবে টিকে আছে। ‘গুড নিউজ’-এর রেটিং পাঁচে সাড়ে তিন। ‘দাবাঙ থ্রি’র আয় এখন ১৪০ কোটি রুপি ছাড়িয়েছে। ২০০ কোটি আয় ছাড়াতে বেগ পেতে হবে ফিল্মটিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


