আন্তর্জাতিক ডেস্ক: পরিবেশ সচেতনতায় ভারতে একটি অন্য রকম কর্মসূচি পালিত হলো। মধ্যপ্রদেশের মাত্র ১২ ঘণ্টায় ছয় কোটি ৬৩ লাখ বৃক্ষ রোপন করা হয়েছে। নরমদা নদীর তীরবর্তী অঞ্চলে এসব গাছ লাগানো হয়। এটি একটি বিশ্ব রেকর্ডও বটে।
মধ্য প্রদেশের রাজ্য সরকার এই কর্মসূচির আয়োজন করে। গত রবিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই কর্মযজ্ঞ চলে। দেড় লাখের মতো মানুষ স্বেচ্ছাশ্রমে এই বৃক্ষ রোপন করে।
রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা দেন।তিনি বলেন, ‘এইকর্মসূচির মাধ্যমে আমরা মধ্য প্রদেশ রাজ্যের পাশাপাশি সমগ্র বিশ্বের সেবা করছি্।’
গত বছর ভারতের উত্তর প্রদেশে এক দিনে পাঁচ কোটির বেশি গাছ রোপণ করে বিশ্ব রেকর্ড করেছিল। নতুন রেকর্ড গড়তেই এই উদ্যোগ নেওয়া হয়। গাছ রোপণ কর্মসূচি চলাকালে গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে এখনো রেকর্ডের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
কার্বন নিঃসরণে ভারত বিশ্বে তৃতীয়। গত মাসে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার সরে যাওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস চুক্তি বাস্তবায়নে তার অঙ্গীকার ব্যক্ত করে।
প্যারিস জলবায়ু চুক্তিতে ২০৩০ সালের পূর্বে ভারত পাঁচ মিলিয়ন হেক্টর এলাকাকে বনভূমি করার প্রতিশ্রুতি দেয়। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মোদী পরিবেশ রক্ষাকে ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবে মন্তব্য করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।