নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের জেলা শহরের জয়দেবপুর রেল জংশন সাড়ে ৫ মাস পর আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে।
ভোর সাড়ে ৪টায় ধুমকেতু এক্সপেস ট্রেনের স্টপেজের মাধমে এই জংশনে যাত্রী চলাচলের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র স্টেশন মাস্টার মো. শাহজাহান।
বৃহস্পতিবার সকালে তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ২৫ মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর কিছু আন্তঃনগর ট্রেন চলাচল করলেও সেগুলো এ জংশনে থামতো না।
তিনি আরো জানান, আজ থেকে এ জংশন দিয়ে তুরাগসহ ৬৬টি ট্রেন চলাচল করবে। এর মধ্যে আন্তঃনগর ট্রেন ২৪টা (পশ্চিমাঞ্চলের ১৭টি এবং পূর্বাঞ্চলের ৭টি)। ট্রেনগুলোর মধ্যে ৮টি এ স্টেশনে স্টপেজ দেবে না এবং দুটি ট্রেন (তিস্তা ও ব্রহ্মপুত্র) শুধু ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় এ জংশনে স্টপেজ দেবে। বাকি ট্রেনগুলো যথারীতি এ জংশন থেকে যাত্রী ওঠা-নামা করাবে।
বন্ধ থাকার সময়ে জংশন কিছু উন্নয়ন কাজ করা হয়েছে। জংশনের সীমানা প্রাচীর উঁচু এবং নতুন করে করা হয়েছে। নতুন গেট তৈরি এবং গেটের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। প্লাটফর্মের শেড সংস্কার ও রঙ করা হয়েছে। জংশন এলাকা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
স্টেশন মাস্টার শাহজাহান বলেন, স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে এই জংশনে যাত্রী চলাচল নিশ্চিত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।