Advertisement
পুঁজিবাজার ডেস্ক : আগের সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছিল সাড়ে ৬ হাজার কোটি টাকা। তবে এ সপ্তাহে নতুন করে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে সাড়ে ৭ হাজার কোটি টাকা।
নভেম্বরের প্রথম সপ্তাহে একটু উঁকি দিয়ে আবার দরপতনের ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার।
এর মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ৪ হাজার ১৬০ কোটি ১ লাখ ৩৪ হাজার ৩৩২ টাকা। চট্টগ্রামের বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ৩ হাজার ৬৪১ কোটি ২৫ লাখ ৬ হাজার টাকা।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য মতে, বর্তমানে দুই পুঁজিবাজারে ২৫ লাখ ৭২ হাজার বেনিফিশিয়ারি ওনার্সধারী (বিও) রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।