বিনোদন ডেস্ক: অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানকে নিয়ে সমালোচনা যেন শেষই হচ্ছে না। একটা শেষ হচ্ছে তো, শুরু হয়ে যাচ্ছে আরেকটা। এই যেমন এতদিন আলোচনায় ছিল নুসরাতের ছেলে ঈশানের বাবা কে? সম্প্রতি সেই প্রশ্নের উত্তর পেয়ে গেল সবাই। সন্তানের বার্থ সার্টিফিকেট করতে গিয়ে নুসরাত প্রকাশ্যে নিয়ে আসলেন ছেলের বাবা যশ দাশগুপ্তর নাম।
নুসরাত ভেবেছিলেন, এবার বুঝি সব বিতর্কের নিস্পত্তি হবে। তবে দেখুন, সেটাও আর হল কোথায়! সোশ্য়াল মিডিয়ায় একটা ছবি আপলোড হতেই হইচই পড়ে গেল। ছবি দেখে সবার একটাই প্রশ্ন, শেষমেশ নুসরত কি যশকে বিয়ে করলেন?
কাণ্ডটা হল, বিশ্বকর্মাপুজোর দিন নুসরাতকে দেখা গেল এনা সাহার বাড়ির বিশ্বকর্মা পুজোতে। সঙ্গে অবশ্যই ছিলেন যশ দাশগুপ্ত। আর সেখানকার ছবি দেখেই নেটদুনিয়ায় শোরগোল শুরু। ছবিটি নিজের ফেসবুকে আপলোড করেছেন জনৈক এক নেটিজেন। যিনি নুসরাত জাহান ও এনা সাহার বন্ধুও বটে। সেই ছবিতেই দেখা গেল নুসরাতের সিঁথিতে সিঁদুর! ব্যস, সেই ছবি দেখা মাত্রই নেটিজেনদের প্রশ্ন তাহলে কি যশের সঙ্গে বিয়ে সেরে ফেললেন নুসরত? তবে এসব নিয়ে নুসরাত বা যশের তরফ থেকে কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবারের মতো এসব গুঞ্জনকে একেবারেই পাত্তা দিচ্ছেন না যশরত!
গতকালই প্রকাশ্যে এসেছে মা হওয়ার পর নুসরাতের প্রথম ফটোশুটের ছবি। যেখানে সঙ্গী ছিলেন যশ দাশগুপ্তও। সেই ছবি নিয়েও নেটিজেনরা নানারকম মন্তব্য শুরু করে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রী-প্রযোজক এনা সাহার ‘চিনে বাদাম’ ছবিতে অভিনয় করছেন যশ দাশগুপ্ত। কলকাতায় ইতিমধ্যেই শুরু হয়েছে এই ছবির শুটিং। শোনা যায়, এনা সাহার প্রযোজনায় তৈরি প্রথম ছবি ‘এসওএস’-এর শুটিং ফ্লোরেই নাকি প্রেম শুরু হয়েছিল যশ ও নুসরতের।
কলকাতা পুরসভার বার্থ সার্টিফিকেটের পোর্টালে পুত্র ঈশানের বাবার নামের জায়গায় অভিনেতা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশের নাম লিখেছেন তিনি। অনলাইনে এই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩ বলে পুরসভা নিশ্চিত করেছে। সন্তানসম্ভবা হওয়া থেকে শুরু করে গত ২৬ আগস্ট বেসরকারি হাসপাতালে পুত্রের জন্মের ২০ দিন পর পর্যন্ত সন্তানের পিতার পরিচয় জানাতে চাননি নুসারত। একসঙ্গে দু’জনে ঘুরলে, এক বাড়িতে থাকলেও এতদিন সন্তানের পিতার পরিচয় প্রকাশ্যে আনতে চাননি। কিন্তু বুধবার রাত সাড়ে ন’টার পর পুরসভার স্বাস্থ্য বিভাগ বার্থ সার্টিফিকেটের পোর্টাল আপডেট করতেই বোমা ফাটালেন স্বয়ং বসিরহাটের সাংসদ।-সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।