মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ধান কাটার মেশিন (কম্বাইন হারভেস্টার), সবজি বীজ ও মৎস্য উপকরণ বিতরণ করলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম। মঙ্গলবার (৫ মে) বিকেল ৩ টায় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত সুবিধা ভোগীদের মধ্যে এসব উপকরণগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিটি ৩০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের সরকারের অর্ধেক ভূর্তুকিতে ৫টি হারভেস্টার মেশিনের মধ্যে ধল্লা ইউনিয়নে ৩টি ও জয়মন্টপ ইউনিয়নের কৃষকদের মধ্যে ২টি দেয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী মঙ্গলবার ধল্লা গ্রামের কৃষক মোঃ আকালী মিয়াকে চাবি হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এছাড়া গৃহস্থদের বসত বাড়িতে সবজি চাষের জন্য ৪’শ পরিবারের মধ্যে বীজ বিতরণের উদ্বোধনও করা হয়। এদিকে মুজিব বর্ষ উপলক্ষ্যে মৎস্য অধিদপ্তরের আওতায় সিআইজি চাষীদের প্রদর্শনী পুকুরের ২২ জন চাষীর মধ্যে মৎস্য উপকরণ বিতরণ করা হয়।
কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মমতাজ বেগম এমপি বলেন, চলমান করোনা পরিস্থিতির মধ্যেও সরকার জনগনের পাশে আছেন। এর অংশ হিসেবে কৃষকদের কথা চিন্তা করে ধান কাটার মেশিন বিতরণ করছেন। পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার সব রকমের প্রস্তুতি নিয়েছেন। সকলকে সরকারি নির্দেশ মেনে চলারও আহবান জানান তিনি।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা,কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ রবিউল আলম উজ্জল, মোসাঃ শারমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার টিপু সুলতান সপন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ওয়াহিদুল আবরার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমান শহিদসিহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।