সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শিবপুর গ্রামে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
নিহতরা হলেন, ওই গ্রামের অরজু মিয়ার পুত্র এক সন্তানের জনক রুবেল (৩০) ও প্রতিবেশী সাবের আলীর পুত্র ৩ সন্তানের জনক শাহীন (২৮)।
জানা গেছে, নিহত রুবেল ও শাহীন বাড়ির দক্ষিণ পাশের মাটিকাটা চকে ঘাস কাটতে ছিল। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা ঘাসের বোঝা নিয়ে বাড়ির দিকে রওয়ানা দেয়। পথিমধ্যে বিকটশব্দে বজ্র তাদের শরীরে আঘাত করে। খবর পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে সাহরাইল ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। কতর্ব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন এবং শাহীনকে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে শাহীনও মৃত্যুরকোলে ঢলে পড়ে।
বজ্রপাতে দু’জনের মৃত্যুর খবরে আশপাশের গ্রাম থেকে হাজারো নারী পুরুষ লাশ দেখতে ভীড় করেন। দু’পরিবারেই চলছে শোকের মাতম।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ মোহাম্মদ আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দুই ব্যক্তি নিহতের খবর পেয়ে থানা থেকে অফিসার পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।