আন্তর্জাতিক ডেস্ক : সিংহকে বলা হয় বনের রাজা। কিন্তু সেই বনের রাজাই কি না কুপোকাত মহিষের কাছে। হ্যা সত্যি তাই! সম্প্রতি অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেলো সিংহকে সিংহ শিং দিয়ে তুলে আছড়ে মারছে মহিষ।
রবিবার সকালে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই ঘটনার ভিডিও পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কর্মকর্তা আধিকারিক সুশান্ত নন্দা।
৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে থাকা ফাঁকা জায়গায় একটি সিংহ বসে রয়েছে। আর একটু দূরে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছে একটি বুনো মহিষ। এরপর কোনও কারণ ছাড়াই আচমকা ওই মহিষটি ছুটে এসে পশুরাজের উপর চড়াও হয়। তারপর শিং করে সিংহটিকে তুলে মাটিতে সজোরে আছাড় মারে।
সিংহটি কিছু বুঝে ওঠার আগে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে থাকে। তারপর বিপদ বুঝে এলাকা ছেড়ে পালায়।
ভিডিওটির ক্যাপশনে সুশান্ত নন্দা লিখেছেন, মানুষ সিংহকে জঙ্গলের রাজা হিসেবে পরিচিতি দিয়েছে। কিন্তু, কে রাজা তা নিয়ে মহিষের কোনও মাথাব্যথা নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।