জুমবাংলা ডেস্ক : গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের সিইও সিরাজুল ইসলাম রানাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে একাধিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৯ সেপ্টেম্বর) র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক আ ন ম ইমরান খান।
ইমরান খান জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় দায়েরকৃত একটি মামলায় ধামাকা শপিংয়ের সিইওসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।