বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বুধবার (২৮ জানুয়ারি) সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে বসছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এটি একটি দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনী সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। নতুন নির্বাচন কমিশন গঠনের পর সিইসির সঙ্গে এটিই মার্কিন রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১২ জানুয়ারি তিনি ঢাকা আসেন এবং এরপর থেকেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুরু করেছেন।
নির্বাচন ভবনে এই বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৈঠকের পর আলোচনার বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


