প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট শেষবারের মতো নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্রের দূতাবাস।
গত ২৮ আগস্ট একই ধরনের একটি বৈঠক নির্ধারিত থাকলেও তা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। ওইদিন দুপুর ২টায় আগারগাঁওয়ে বৈঠকটি হওয়ার কথা ছিল।
ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন, স্পষ্টভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা
জানা গেছে, ২৮ আগস্ট সকালে নির্বাচন কমিশন ভবনের সামনে অবরোধ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বৈঠকটি স্থগিত করা হয়।
পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, স্থগিত হওয়া বৈঠকটি ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।