সিএনএনে খবর প্রকাশের পরই রাশিয়ার হামলা

সিএনএনে খবর প্রকাশের পরই রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন ইউক্রেনের কয়েকজন স্বেচ্ছাসেবক সেনাদের নিয়ে একটি খবর প্রকাশ করে। যারা স্লোভইয়ানেস্ককে রুশ বাহিনীর আগ্রাসন থেকে বাঁচানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন।

সিএনএনে খবর প্রকাশের পরই রাশিয়ার হামলা

সিএনএন তাদের প্রতিবেদনে জানায় এসব স্বেচ্ছাসেবক সেনারা জঙ্গলে ঘুমাচ্ছে, কৌটাজাত খাবার খাচ্ছে।

সিএনএন জানিয়েছে, এসব সেনাদের সঙ্গে সাক্ষাৎতার নেওয়ার পরই তাদের ওপর ক্লাস্টার বোমা ছুঁড়ে রুশ সেনারা। ক্লাস্টার বোমার আঘাতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

এদিকে সিএনএন যাদের সাক্ষাৎকার নিয়েছিল তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন ম্যাক্সিম নামে একজন স্বেচ্ছাসেবী।

মেক্সিমসহ যারা রুশদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করছেন তাদের কারোই আগে কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তারা স্বেচ্ছায় অস্ত্র হাতে তুলে নেন।

ম্যাক্সিম জানিয়েছেন, তার স্ত্রী খারকিভে অবস্থান করছেন এবং তিনি গর্ভবতী। মাঝে মাঝে নিজের অনাগত সন্তান ও স্ত্রীর কথা মনে করেন তিনি।

ম্যাক্সিম সিএনএনকে আরও জানিয়েছিলেন, তারা কোনোভাবেই রুশদের নিজেদের অঞ্চল দখল করতে দেবেন না।

দৃঢ় কণ্ঠে তিনি বলেছেন, রুশ সেনাদের তারা পিছু হটাবেন।

সূত্র: সিএনএন

মীরের ২৭ বছরের সম্পর্ক ভাঙল