জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে বান্দরবান থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, মন্ত্রীকে বহন করা হেলিকপ্টারটি রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে ল্যান্ড করেছে।
এর আগে বেলা ১১টার দিকে মন্ত্রী বান্দরবান থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. সাদেক হোসেন বলেন, গত বৃহস্পতিবার মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা কক্সবাজার ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার রাতে কক্সবাজার ল্যাবে পরীক্ষায় মন্ত্রীর করোনা পজিটিভ হওয়ার খবর আসে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ঈদে মন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ঈদ উপহার প্রদান ও ত্রাণ দিতে গিয়ে সাধারণ মানুষের কাছাকাছি চলে আসেন। ঈদের কয়েকদিন পরে শারীরিকভাবে হালকা অসুস্থতা বোধ করেন। এছাড়া করোনা শুরু হওয়ার পর থেকে মন্ত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।