সিগমার ২০ মিলিমিটার F2 DG DN প্রাইম লেন্স এ বছরের ফেব্রুয়ারিতে বাজারে রিলিজ করা হয়। মূলত সনির ডিএসএলআর ক্যামেরার জন্য এই লেন্স সবথেকে বেশি উপযুক্ত।
সিগমার DG DN হল একটি সুন্দর ধাতব ব্যারেল এবং একটি ডেডিকেটেড অ্যাপচার রিং সহ প্রাইম লেন্স। সুন্দর মেটালিক ডিজাইনের জন্য এটি দেখতে বেশ বিলাসবহুল মনে হতে পারে। এটির দাম ৬৫ হাজার টাকা। Ultra Wide Lens হিসেবে এটি মানানসই।
এটির কিছু শক্তিশালী দিক হচ্ছে স্পষ্ট ছবি তুলতে পারে। ছবির কালার একদম সঠিক। সুন্দর মেটালিক ডিজাইন রয়েছে। খুব বেশি বড় না এবং খুব বেশি ভারী নয়। দাম ফিচার অনুযায়ী ঠিকই আছে। এর নেতিবাচক দিক হচ্ছে মাঝে মাঝে অটোফোকাস মিস হয়ে যায়।
এই লেন্স ব্যবহার করে ক্যামেরা দিয়ে ছবি তুললে ব্যবহারকারীদের কোন অভিযোগ থাকার কথা না। তবে ধুলাবালি এবং পানির মাধ্যমে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ অপটিক্যাল টেকনোলজি ব্যবহার করে এটি ডিজাইন করা হয়েছে।
৯৪.৫ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এটি ছবি তুলতে পারে। ফিলটার সাইজ ৬২ মিলিমিটার। তবে ইমেজ স্টাবালাইজেশন এর ফিচার নেই। এপাচার সর্বোচ্চ হচ্ছে ২.০। সর্বনিম্ন ফোকাসিং দূরত্ব হচ্ছে ০.৭ ফিট। অটোফোকাস এবং ম্যানুয়াল ফোকাস, ২টিই পদ্ধতি এখানে ব্যবহার করার সুযোগ রয়েছে।
অ্যাপাচার রিং ব্যবহার করে ২ থেকে ২২ পর্যন্ত যে কোন একটি আপনি নির্বাচন করতে পারবেন। অ্যাপাচার রিং খুব সুন্দর কাজ করে। এটি নিয়ে কোন অভিযোগ নেই।
আপনি যদি এমন পরিবেশে কাজ করেন যেখানে ঝড়-বৃষ্টি হচ্ছে বা ধুলাবালি অনেক বেশি তাহলে সমস্যায় পড়তে পারেন। মুভমেন্টের মধ্যে থাকলে মাঝে মাঝে অটো ফোকাস মিস হয়ে যায়। ইমেজ স্টাবালাইজেশন না থাকলেও এটা তেমন কোন সমস্যা নয়। লেন্সটি লো লাইটে যথেষ্ট ভালো ছবি তুলতে পারে। এটির সাহায্যে অসাধারণ সব ছবি তোলা সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।