জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জের সিঙ্গাইরে শুকতারা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় ও সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সিঙ্গাইর-গাবতলি সড়কের জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মানিকগঞ্জ থেকে শুকতারা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে ঢাকার গাবতলি যাচ্ছিল। উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় এবং সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক আব্দুস সাত্তার মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।