Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি এক প্রবাসী সিঙ্গাপুর থেকে সাঁতরে মালয়েশিয়ায় যাওয়ার সময় গ্রেফতার করা হয়েছে। গত ১৮ আগস্ট সিঙ্গাপুরের উডল্যান্ডস চেকপয়েন্টের কর্মকর্তারা ওই যুবকককে গ্রেফতার করে।
শুক্রবার (২১ আগস্ট) সিঙ্গাপুরের ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট অথোরিটি (আইসিএ) তাদের ফেইসবুক পেজে অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করে এ তথ্য জানায়। ছবিতে এক ব্যক্তিকে লুঙ্গি পরা অবস্থায় দেখা গেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে সিঙ্গাপুর ছাড়ার চেষ্টা ও ‘বিপজ্জনক’ অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগও আনা হয়েছে। সিঙ্গাপুরের আইন অনুযায়ী, অবৈধভাবে সিঙ্গাপুর ত্যাগের অভিযোগ প্রমাণিত হলে ২ হাজার ডলার জরিমানা ও ৬ মাসের জেল হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।