ক্রীড়াজগতের প্রতি মেগাস্টার শাকিব খানের ভালোবাসা নতুন কিছু নয়। দেশের অন্যতম জনপ্রিয় এই চিত্রনায়ক চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মালিক ছিলেন। নিয়মিত ক্রিকেট দেখার পাশাপাশি ফুটবলের প্রতিও রয়েছে তার সমান আগ্রহ।
বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের নতুন সিনেমার দাপট। ঠিক এমন সময়ে জাতীয় ফুটবল দলের খেলার উত্তেজনায় কাঁপছে গোটা দেশ। একদিকে বড়পর্দায় শাকিব, অন্যদিকে সবুজ মাঠে হামজা-শমিতদের পায়ের জাদু—দুই মঞ্চেই চলছে আলাদা উন্মাদনা।
গতকাল মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। যদিও ফলাফল হতাশাজনক, তবু দেশের ফুটবলপ্রেমীদের মনোবল ছিল অবিচল। সেই আবেগ ও ভালোবাসার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শাকিব খান।
একটি ফেসবুক পোস্টে ম্যাচ থেকে নিজের ছবি শেয়ার করে শাকিব লিখেছেন, ‘আমরা হয়তো এক গোলে হেরেছি, কিন্তু খেলেছি হৃদয়, সাহস আর উদ্দীপনা দিয়ে। প্রতিটি ম্যাচই একটি শিক্ষা, প্রতিটি পতনই এগিয়ে যাওয়ার একটি ধাপ। এটা শেষ নয় – এটি মাত্র শুরু। বিশ্বাস রেখো, একদিন উজ্জ্বল দিন আসবেই।’
শাকিবের এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন হাজারো ভক্ত। অনেকেই লিখেছেন, খেলার মাঠে দলের লড়াই যেমন অনুপ্রেরণাদায়ী, তেমনি প্রিয় তারকার এমন ইতিবাচক বার্তা ছুঁয়ে গেছে মন।
পর্দার মেগাস্টার ও মাঠের লড়াকু ফুটবলারদের একসঙ্গে দেখতে পেয়ে ভক্তরা আবেগে ভাসছেন। শাকিব খানের এই সহমর্মিতাপূর্ণ বার্তা যেন হারেও জয় খুঁজে পাওয়ার অনুপ্রেরণা হয়ে উঠেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।