লাইফস্টাইল ডেস্ক : পৃথিবীতে সবাই তার মনের মতো মানুষকে খুঁজে পায় না। এ জন্য যারা সিঙ্গেল তারা যে সুখী নয়, বিষয়টি এমন না। তবে সিঙ্গেলদের জন্য ভ্যালেন্টাইন উইক আলাদা কোনো বার্তা নিয়ে আসে না। অন্য দম্পতিদের একসাথে ঘুরতে দেখলে, হাসতে হাসতে ছবি তুলতে দেখলে যারা সিঙ্গেল তাদের একাকিত্ব কয়েক গুণ বেড়ে যায়। তবে এ ধরনের পরিস্থিতিতে নিজেকে ভালো রাখার অনেক উপায় আছে। চলুন জেনে নেওয়া যাক।
গান : পরিস্থিতি যা-ই হোক না কেন গানের যে শক্তি তাকে কখনোই অবমূল্যায়ন করবেন না। যখনই আপনি একাকিত্ব অনুভব করেন, তখনই গান শুনুন। এমন কোনো গান, যা আপনাকে অনুপ্রাণিত করে। বিনোদনমূল অডিও ইন্টারভিউও শুনতে পারেন চাইলে। অনেকে রান্নার সময় বা কাজ করার সময় তাঁদের প্রিয় গান ব্যাকগ্রাউন্ডে বাজিয়ে থাকেন।
পার্টি করুন : আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি নন যিনি সিঙ্গেল। আপনার যেসব বন্ধু সিঙ্গেল আছে তাদের নিয়ে পার্টি করুন। প্রতিবেশীদের মধ্যেও খোঁজ নিন। এতে সম্পর্কও ভালো হবে। পার্টিতে মজার কোনো থিম রাখুন। মজাদার স্ন্যাক্সের ব্যবস্থা করুন।
শপিং : কিছু থেরাপি সব সময় মনের জন্য ভালো। আপনার পছন্দের শপিং মলে যান। এরপর সাধ্যের মধ্যে যা খুশি কেনাকাটা করুন। আগে যেটা কিনতে চেয়েছিলেন কিন্তু কেনেননি এমন কিছু ক্রয় করুন। এতে আত্মিক শান্তি মিলবে। তবে নিজের সাধ্যের বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন।
সৃজনশীল দিক কাজে লাগান : আপনি রান্না করতে পারেন বা ছবি আঁকতে ভালোবাসেন? নিজের প্রতিভাকে তুলে ধরুন। যেটা করতে আপনার ভালো লাগে। যদি আপনি গান ভালোবাসেন তাহলে গিটার, হারমোনিয়াম নিয়ে কিছু ভালো সময় কাটাতে পারেন।
বই পড়া : বই সর্বোত্তম বন্ধু্। আপনার যে ধরনের বই পছন্দ তাই বেছে নিন। হতে পারে উপন্যাস বা রোমান্টিক কোনো অণুগল্প বা সায়েন্স ফিকশনের বই।
যা ভালো লাগে তাই করুন : বাগান করা, পরিষ্কার করা, প্রতিবেশীর বা আপনার নিজের পোষা প্রাণীকে বেড়াতে নিয়ে যাওয়া, আপনার ভালো লাগার জন্য যা কিছু দরকার করুন। আপনি যা করে ভালো বোধ করবেন এর পেছনে সময় ব্যয় করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।