জুমবাংলা ডেস্ক: যশোরে হাসপাতালে নবজাতককে ফেলে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন নিঝুম (২০) নামে এক তরুণী। মঙ্গলবার (০৫ অক্টোবর) যশোর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাত ১২টা ৫১ মিনিটে নিঝুম (২০) সন্তান জন্ম দিতে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তথ্য দেন তিনি যশোর শহরের স্টেডিয়াম পাড়ার জনৈক শাহিনের স্ত্রী।
পরের দিন বেলা একটার সময় অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি ছেলেশিশু জন্ম হয়। চেতনা ফিরে পাবার পর শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যান নিঝুম। এরপর শিশুটি দুই দিন হাসপাতালের সেবিকাদের তত্ত্বাবধানে ছিল। এসময় কর্তৃপক্ষ তার স্বজনদের সন্ধান করতে থাকেন। একপর্যায়ে পুলিশের সহযোগিতায় শিশুটির নানা-নানীর সন্ধান পাওয়া যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের হাতে তুলে দেয় শিশুটিকে।
জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহম্মেদ বলেন, শিশুটিকে পুলিশের মধ্যস্থতায় তার নানা শাহ আলম, নানী আসমা খাতুন এবং বাবা শাহিনের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটির নানা শাহ আলম বলেন, ‘২০২০ সালের ৩ মার্চ মেয়ে নিঝুমকে মাগুরা জেলার শ্রীপুরের জোকা গ্রামের সাব্বির রহমানের ছেলে শাহিনের সাথে বিয়ে দেই। বিয়ের পরে নিঝুম স্বামী শাহিনের সাথে ঢাকায় থাকতো। কিছুদিন আগে নিঝুম মাগুরায় আসে। কিন্তু মেয়ের সাথে কীভাবে যেন পরিচয় হয় ভোলা জেলা সদরের খয়েরতলা এলাকার ইব্রাহিম নামে এক যুবকের। এ ইব্রাহিম ফুঁসলিয়ে কৌশলে নিঝুমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিঝুমের সন্তান জন্ম নেওয়ার পর ইব্রাহিম তাকে নিয়ে পালিয়েছে। আমরা এখন ইব্রাহিম ও নিঝুমকে খুঁজছি।’
শিশুটি সন্তানটি সুস্থ আছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।