
রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরবাইকে থাকা দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে ঘটে এই দুঃখজনক ঘটনা, যা এলাকায় শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে।
ভোর ৪টার দিকে ডেমরা কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ি একটি মোটরবাইকে ধাক্কা মারে। এতে মোটরবাইকে থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ডেমরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক গাড়ি জব্দ করেছে।
নিহতরা হলেন:
ইরাম দেওয়ান (২৬) – বেসরকারি আইআইইউবি’র শিক্ষার্থী
তপু আহম্মেদ (২৫) – ইউআইইউ অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। পরিবারের সদস্য ও সহপাঠীরা শোক প্রকাশ করেছেন।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গায়ে হলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ফিরছিলেন তারা। পথে কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় দুজন গুরুতর আহত হন। স্থানীয় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



