স্পোর্টস ডেস্ক : আসন্ন বিপিএলে কোন দলে নিজের ঠিকানা না হলেও অবসর সময়ে বিভিন্ন দেশের ঘরোয়া লিগ মাতিয়ে বেড়াচ্ছেন জাতীয় দলের সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। সম্প্রতি সিঙ্গাপুরের একটি প্রীতি ম্যাচে দারুণ খেলে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এবার সিডনিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিক কর্তৃক আয়োজিত, বাংলাদেশে সুপার লিগ বিএসএলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরার পুরস্কার পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
টুর্নামেন্টের সেমিফাইনালে বিএসএলে সিক্সার্স ক্রিকেট ক্লাবের হয়ে সিডনি ইগনিটি ক্লাব ইনকর্পোরেটেডের বিপক্ষে খেলতে নামেন আশরাফুল। ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে সিডনি ইগনিটি ক্লাব ইনকর্পোরেট নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে।
জবাবে মোহাম্মদ আশরাফুলের ঝড়ো ব্যাটিংয়ে ১৭ ওভার দুই বলে জয় নিশ্চিত করে সিক্সার্স ক্রিকেট ক্লাব। ৪৮ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। এতে ম্যাচ সেরার পুরস্কার পান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।