বিনোদন ডেস্ক: তার মুখে লেগে থাকত একরাশ হাসি। তার সেই হাসি দেখলেই অনেকের যেন প্রাণ জুড়িয়ে যেত। কিন্তু সেই হাসিও যেন এক ঝড়েই উবে গেছে, সে মুখে এখন মলিনতার ছাপ। বলছি, বিগবস খ্যাত তারকা শেহনাজ কর গিলের কথা।
বলিউড অভিনেতা সিদ্ধার্থের মৃত্যু যেন শেহনাজকে ভেঙেচুরে করেছে খান খান। আর তাই তো সিদ্ধার্থের শেষকৃত্যতে হাজির হওয়ার পর শেহনাজকে চিনতে পারছিলেন না কেউই। এ কোন শেহনাজ? যে মেয়েটা সারাদিন হাসতে থাকে এ কি সেই শেহনাজ নাকি অন্য কেউ?
গুঞ্জন ছিল, খুব শিগগিরই বিয়ে করবেন তারা। একসঙ্গে জীবন শুরু করার পরিকল্পনাও নাকি শুরু করেছিলেন সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিল। কিন্তু সিদ্ধার্থের আকস্মিক মৃত্যু যেন থমকে দিয়েছে শেহনাজকেও।
কথা বলতে ভালবাসা, হাসিখুশি শেহনাজ বদলে গেছেন এক নিমেষে। বিবর্ণ হয়ে গেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে শেহনাজের বাবার দেওয়া সাক্ষাত থেকে জানা যায়, শেহনাজ মৃত্যুর দিন সিদ্ধার্থের সঙ্গেই ছিলেন। শেহনাজই তাকে হাসপাতাল নিয়ে গিয়েছিলেন। শেহনাজ তার বাবাকে ফোনে বলেন, পাপা, ও আমার কোলেই মরে গেল, আমার হাতে মাথা রেখে এই দুনিয়া ছেড়ে চলে গেল। এবার আমি কী করব? কী নিয়ে বাঁচব?
সিদ্ধার্থের বাড়িতে শেহনাজের সঙ্গে দেখা হওয়ার পর রাহুল মহাজন সংবাদমাধ্যমকে বলেন, শেহনাজ একেবারে ফ্যাকাসে হয়ে গেছে। মনে হচ্ছে কোনো ঝড় যেন ওর সব কিছু ধুয়েমুছে দিয়ে গেছে।
দু’বছর আগে এই সেপ্টেম্বরেই বিগ বসের ঘরে প্রথম দেখা সিদ্ধার্থ-শেহনাজের। সেখান থেকেই দু’জনের বন্ধুত্ব, প্রেমর গুঞ্জন হামেশাই জড়িয়ে থেকেছে এই জুটিকে। ভালোবেসে এই জুটিকে ‘সিডনাজ’-এর নাম দিয়েছিল দুই তারকার ভক্তকূল, তাদের চোখে পানি।
গত মাসেই একসঙ্গে ডান্স দিওয়ানে ও বিগ বস ওটিটির মঞ্চে পাওয়া গিয়েছিল দুজনকে। ঠিক সেই সেপ্টেম্বর মাসেই হলো তাদের বিচ্ছেদ! ‘সিডনাজ’ জুটির এমন পরিণতি হবে সেটা দুঃস্বপ্নেও আশা করেনি কেউ!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।