জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার পাইনাদী নতুন মহল্লার নিজ বাসভবনের সামনে থেকে মানসিক প্রতিবন্ধী রিমা আক্তার (২৬) হারিয়ে গেছেন। তিন দিন ধরে তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছে না তার পরিবার।
নিখোঁজ রিমা আক্তারের বাবা খন্দবার দিলু জানান, গত বুধবার (১২ মার্চ) সকাল ৭টার দিকে তার মেয়ে বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের জামা। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেছেন তিনি।
রোহিঙ্গারা যেন আগামী ঈদ নিজ দেশে উদযাপন করতে পারেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার
রিমা আক্তারের সন্ধান পেলে ০১৮৯৩৭৮৯৬৮০/০১৩০৫৫৮০৮৫৭ নম্বরে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।