Advertisement
জুমবাংলা ডেস্ক : সিনহা রাশেদ হত্যা মামলার তদন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সোমবার বিকালে কক্সবাজারে মামলার তদারকি ও ঘটনাস্থল পরিদর্শন করে তিনি একথা বলেন।
র্যাব মহাপরিচালক জানান, তদন্ত ইতিবাচকভাবে এগুচ্ছে। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা তদন্তে তারা বিব্রত নন। এসময়, বাহিনীগুলোর মধ্যে সমন্বয়হীনতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে কক্সবাজার কারাগারে হত্যা মামলার প্রধান তিন আসামী বরখাস্ত হওয়া ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ, ও এসআই নন্দদুলালকে জিজ্ঞাসাবাদ করে সরকার গঠিত তদন্ত কমিটি। পর্যায়ক্রমে রিমান্ডে থাকা সাত আসামীকেও জিজ্ঞাসাবাদ করবেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।