মাঝে বেশ কিছুদিন সিনেমা থেকে দূরে থাকলেও আবার ফিরছেন অনন্ত জলিল। তার নতুন সিনেমার নাম ‘ডেস্ট্রয়’। ২০২৫ সালের শুরুর দিকে শুরু হবে সিনেমাটির শুটিং। সে বছরের কোনো এক উৎসবে মুক্তি পাবে এটি।
বুধবার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক এম ডি ইকবাল। তিনি বলেন, সিনেমাটি নিয়ে অনন্ত জলিলের সঙ্গে কথা হয়েছে। আপাতত চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু।
ছবিতে নায়িকা হিসেবে থাকছেন যথারীতি অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। অ্যাকশনধর্মী এ সিনেমা প্রসঙ্গে প্রযোজক এম ডি ইকবাল বলেন, ‘এই সিনেমার মাধ্যমে অনন্ত-বর্ষাকে নতুন রূপে দেখা যাবে, যেভাবে দর্শক আগে কখনো তাদের দেখেননি। তাদের সঙ্গে থাকবেন একঝাঁক তারকা। আপাতত নামগুলো জানাতে চাই না।’
এর আগেও প্রযোজক ইকবালের ছবিতে কাজ করেছেন অনন্ত জলিল ও বর্ষা। ‘কিল হিম’ নামের ওই সিনেমায় নিয়ে বেশ আলোচনায় তৈরি হয়েছিল। অনন্ত-বর্ষা ছাড়াও সেখানে অভিনয় করেছিলেন আরো বেশ কজন তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।